Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গল্প নয় সত্যি

     শান্তি না থাকলে আত্মহত্যা করার কথা যেমন ভাবা কাপুরুষের কাজ তেমনি বীর চিত্তে¡ সকল বাধা অতিক্রম করে শান্তি প্রতিষ্ঠা বীর পুরুষের কাজ। সৃষ্টি কর্তার এ বিশাল পৃথিবিতে বহু নজির রয়েছে, এর উজ্জল স্বাক্ষী ইতহাস। আদি কাল হতে মানুষ শান্তি প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এ পরিশ্রমের আজ বিশ্ব, আধুনিক বিশ্বে রুপান্তরিত হয়েছে। আজকাল মানুষ কোন কাজটা পারে না শুধু মৃত প্রাণীকে জীবিত করা ছাড়া। বর্তমান বিশ্বে মানুষ এও চিন্তা ভাবনা করছেন, একজন মৃদ্দার কবরে কিভাবে আজাব বা শাওয়াল হয় তা জানার জন্য। বরেন্দ্র অঞ্চলের খেটে খাওয়া গ্রামীণ কৃষকের প্রাণ যে সময় বরেন্দ্র অঞ্চলে শুধু ধুলা ার উচাচ তাপমাত্রার ভয়ংকর মরুচিকা ছাড়া আর কিছুই ছিলনা। এইতে সেই ঠাঁ ঠাঁ বরেন্দ্র। বিএডিসি ব্যর্থ হয়েছিল মুরু প্রবণরোধে, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন বরেন্দ্র অঞ্চলে আর গভীর নলকূপ বসানো সম্ভব হবে না। বিদেশী পরিবেশবীদরা বলেছিলেন এখানে কোন গভীর নলকূপ বসানো সম্ভব হবে না। হতাশ অঞ্চল, হতাশ এ অঞ্চলের কৃষককুল, হতাশ এ অঞ্চলের মা মাটি মানুষ। এরশাদ সাহেব ঘোষণা করেছিলেন আতাহার ডাইংসহ আশেপাশের এলাকায় গড়ে তোলা হবে বিমান ঘাটি, সামরকি ঘাটি। তার এ সিদ্ধান্তের প্রতিবাদে এ অঞ্চলে উচ্চারিত হয়েছিল তীব্র প্রতিবাদের ঝড়। সে প্রতিবাদের প্রান পুরুষ পুরুষ ছিলেন তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সফল মেয়র মোঃ আঃ মান্নান সেন্টু ও অন্যান্যরা। প্রতিবাদের ঝড়ে উড়ে গিয়েছিল তৎকালীন শাসকগোষ্টির সেই মানুষ মারার ভ‚ল সিদ্ধান্ত। বাধ্য হয়ে মানুষের কাতারে দাড়িয়ে গরীব দুঃখির সাধারণ খেটে খাওয়া মেহনতী মানুষের তথা বিস্তৃন্য বরেন্দ্র অঞ্চলের বৃহৎ জনগোষ্টির কথা ভেবে বাংলাদেশ সরকার উদ্যোগ নেন এ অসহনীয় পরিস্থিতি হতে বের হয়ে আসার জন্য। গঠিত হয়েছিল বিএডিসি হতে বেরিয়ে আসা বিআইএডিপি নামক প্রকল্প। আর এ প্রকল্পটি পুরেদমে তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। আরম্ভ হয় বরেন্দ্র তথা বরেন্দ্র এলাকার হত দরিদ্র খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের বিল্পবী নবদিগন্তের। সবুজ শ্যামলে ভরে উঠে বরেন্দ্র এলাকার যোগাযোগহীতার বদলে কাঁচা পাকা রাস্তা কালভাট সেতু, সবুজ সোনালী ফসলে শোভিত হয়ে যায় ফসলের মাঠ। সোনালী স্বপ্ন বাস্তবায়িত হয়ে হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলার রুপকার, জাতীল জনক শেখ মজিবুর রহমানের সোনার বাঙলার স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হয়। আর এর পেছনে অবদান আছে এক ঝাঁক তারুণ্যে ভরা নিবেদিত প্রাণ। সার্থক হয়েছিল আল্লাহ মহৎ নিয়ামক হিসাবে নওগাঁ জেলার মা মাটি মানুষের প্রাণ।