Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

 

      বরেন্দ্র এলাকার সেচ অবকাঠামো সহ পরিবেশ উন্নয়ন এবং মান সম্পন্ন বীজ উৎপাদন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অন্যতম কাজ। বিগত তিন বছরে ১৪ টি সোলারসহ ৪২ টি এলএলপি স্থাপন এবং স্থাপিত ৩৩ টি অচালু/অকেজো গভীর নলকূপ সচলকরণ এবং ৩৮.৫ কিঃমিঃ ভূ-গর্ভস্থ সেচ নালা নির্মাণের মাধ্যমে প্রায় ১৩৭৫ হেক্টর জমি নিয়ন্ত্রিত সেচের আওতায় আনা হয়েছে। গত তিন বছরে ১১.০০ কিঃমিঃ খাল পুনঃ খনন, ২ টি খাস মজা পুকুর পূনঃ খনন, ৫টি ডাগওয়েল এবং ৫ টি ক্রসড্যাম নির্মাণ পূর্বক ভূ-পরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে প্রায় ১৫৬০ হেক্টর জমিতে সম্পূরক সেচের ব্যবস্থা করা হয়েছে। ৬০ মে.টন ধান বীজ উৎপাদন, সংগ্রহ ও সংরক্ষণপূর্বক কৃষকগণের মাঝে ন্যায্য মূল্যে বিক্রয় এবং ৩৭৫ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বরেন্দ্র এলাকায় প্রায় ০.১০ লক্ষ ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়েছে। ১০.০০ কিঃমিঃ রাস্তা নির্মাণ ও ৯.৮০ কিঃমিঃ রাস্তা মেরামত করা হয়েছে। এছাড়া বিগত বছর সমূহে প্রতি বছর প্রায় ৩৫৭ টি গভীর নলকূপ সেচকাজে ব্যবহার করে প্রায় ১২৮০১.০০ হেক্টর জমিতে সেচ প্রদান করা হচ্ছে।