বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ
বি এম ডিএ র সেবা সমূহ
1। গভীর নলকূপ স্থাপন এবং আবাদযোগ্য জমি নিয়নত্রিত সেচ সুবিধার আওতায় এনে কুপন পদ্ধতি/প্রি- পে ইড মিটারের সাহায্যে আধুনিক পদ্ধতিতে কৃষকদের চাহিদা অনুযায়ী কম খরচে পরিমিত সেচ প্রদান।
2। কম খরচে সেচ সুবিধা প্রদানের জন্য সেচ যন্ত্র বিদ্যুতায়ন।
3। ভূ-পরিস্থ পানির উৎস বদ্ধির জন্য খাল/খাড়ী ও পুকুর পুনঃখনন এবং সেচ কাজে ব্যবহার।
4। সেচের গভীর নলকূপ হতে আসেনিক মুক্ত খাবার পানি সরবরাহ।
5। বাজার ব্যবস্থা উন্নয়নে গ্রামীন সংযোগ সড়ক নিমান
6। প্রকৃতিক ভারসাম্য আনায়নে ব্যপক বনায়ন
7।কৃষি উন্নয়নে দক্ষতা বৃদ্ধির জন্য কৃষকদের প্রশিক্ষন প্রদান।
8। কতৃপক্ষের কমকতা /কমচারীগনের কল্যানে /মনোনয়নে সেবা প্রদান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস